লকডাউন মানতে ভিডিওর মাধ্যমে আবেদন রাখলেন পান্ডবেশ্বরের বিধায়ক, কার্যকরী করাতে পথে নামলেন ব্লক সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৪মার্চঃ
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত সরকারের আর এই নিয়ম যাতে রাজ্যবাসী মেনে চলেন তার জন্য তৎপর রাজ্যের প্রশাসন। তাই গতকাল বিকেল ৫টা থেকে মূলতঃ বাজার হাতে, পথে ঘাটে নেমে একদিকে যেমন পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে তেমনই শাসকদলের বিভিন্ন নেতা নেতৃকেও দেখা যাচ্ছে লকডাউন নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে। পাশাপাশি দেখা যায় লকডাউনের নিয়ম না মানার জন্য বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া যাতে অন্য কোনো দোকান না খোলা থাকে বা এক জায়গায় বেশী মানুষের জমায়েত না হয় তার জন্য পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী ভিডিওর মাধ্যমে ওই বিধানসভার অন্তর্গত এলাকাবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন। পাশাপাশি আজ অর্থাৎ মঙ্গলবার সকালে পান্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়কের এই নির্দেশকে কার্যকরী করাতে পথে নামেন। সংক্রমণ এড়াতে বাড়ির মধ্যে থাকাটা কেন জরুরি। সেই সাথে নির্দেশ অমান্য করে দোকান খোলা জটলা করে থাকা ব্যাক্তিদের ধমক দিতে ও দেখা যায় তাঁকে। মাক্স না পড়ে খোলা মুখে যাঁরা বাইরে বেরিয়েছেন তাঁদের নরেন্দ্রনাথ বাবু মাক্স বিতরণ করেন। অনেককে তিনি নিজের হাতে মাক্স পড়িয়ে দেন।