আসানসোলে বহুতল তিরুপতি আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৫ফেব্রুয়ারীঃ
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো আসানসোলের বার্ণপুর রোডে তিরুপতি আবাসনে। আগুন নিয়ন্ত্রনে আনতে ওই আবাসনে আসতে হয় দমকলের একটি ইঞ্জিন। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রাথমিক অনুমান সম্ভিবতঃ শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আবাসিকরা জানান, শুক্রবার সকালে আবাসনে বিদ্যুৎ ছিল না। এরপর খবর দেওয়া হলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই আবাসনে এসে বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়ে যায়। কিছু সময় পরে আবাসিকরা লক্ষ্য করেন ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কে তাঁরা আবাসনের বাইরে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু নিচে প্রচন্ড ধোঁয়া থাকার দরুন তাঁরা বের হতে পারেন না। তখন তাঁরা আবাসনের ছাদে গিয়ে চিৎকার শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলকর্মীরা। দমকলের একটি ইঞ্জিনের মাধ্যমে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
পাশাপাশি এদিনে অগ্নিকান্ডের খবর পেয়ে তিরুপতি আবাসনে পৌছান আসানসোল পৌরনিগমের বোর্ড অফ চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি, এটা ভাল সংবাদ। ঘটনার খবর পেয়ে পৌঁচ্ছে যান বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বলেন, খবর পেয়ে সাথে সাথে আমি চলে আসি। আমাদের ভলান্টিয়ারদের নিয়ে আমারা আবাসনের ভেতরে ঢুকে আবাসিকদের বের করে আনতে সাহায্য করি।