অতিরিক্ত ফি’ দেননি অভিভাবকেরা, মার্কসিট আটকে দিলো দুর্গাপুরের বেসরকারী স্কুল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬মার্চঃ
স্কুলের মার্কসিটকে কেন্দ্র করে দুর্গাপুরের একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলে ধুন্ধুমার কান্ড ঘতে গেল শুক্রবার সকালে। প্রতিবাদে স্কুলের গেটে তালা মেরে দিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবকদের একাংশ। স্কুলের শিক্ষিকাদের সাথে অভিভাবকদের রীতিমতো বাকবিতন্ডাও হয়। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ।
অভিযোগ, দুর্গাপুরের পাঁচ মাথা সংলগ্ন কাজী নজরুল ইসলাম সরণীর উপর অবস্থিত ওই স্কুলের কয়েকজন অভিভাবক মার্কসিট নিতে গিয়েছিলেন স্কুলে। কিন্তু স্কুলের তরফে সেই মার্কসিট দিতে সাফ বারন করে দেয় বলে অভিযোগ। অভিভাবকরা জানান হাইকোর্টের নির্দেশ মতো তাঁরা স্কুলে নির্দিষ্ট ফি জমা করেন। কিন্তু তারপরেও স্কুলের তরফে বেশি ফি চাওয়া হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ।
অপরদিকে স্কুলের তরফে বেশি ফি’য়ের ব্যাপারে অস্বীকার করে বলে যে হাইকোর্ট থেকে যে ফি’ ধার্য করে দেওয়া হয়েছে তাঁরা শুধু সেটুকুই নিচ্ছেন। সাথে স্কুলের তরফে এদিন অভিযোগ করা হচ্ছে যে অভিভাবক ফোরামের তরফে তাদের মারধর করা হয়েছে। আর এতে স্কুলের এক শিক্ষিকা সামান্য চোট পেয়েছেন বলে অভিযোগ।
এদিকে অভিভাবক ফোরামের বিরুদ্ধে আনা মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হচ্ছে।