লকডাউনে দুঃস্থদের পাশে পঃ বর্ধমান জেলা কংগ্রেস, বিতরন করা হল খাদ্যসামগ্রী
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩এপ্রিলঃ
করোনা ভাইরাসের থাবায় আক্রান্ত সারা বিশ্বের মানুষ। এতে একদিকে যেমন প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে তেমনি আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে দুঃস্থ, অসহায় মানুষগুলোকে। বিশেষ করে করোনার আক্রমন থেকে বাঁচতে রাজ্য তথা দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের অবস্থা খুবই অসহায়। তাই এদের পাশে এসে দাঁড়ালো পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস। লকডাউন পরিস্থিতিতে এই জেলার যৌণ কর্মী, সাফাই কর্মী ও দুঃস্থ পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়াল জেলা কংগ্রেস কমিটি। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের উদ্যোগে এদিন ওই অসহায় মানুষগুলির প্রত্যেককে ২কেজি চাল, ২কেজি আলু, ১টি করে সাবান, এছাড়াও যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের মধ্যে বেবি ফুড বিতরন করা হচ্ছে। শুধু তাই নয় আরো বেশী দুঃস্থ মানুষদের কাছে পৌঁছনোর জন্য জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে যদি কেউ যোগাযোগ করে তাহলে কংগ্রেস কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন সাহায্যের হাত বাড়িয়ে। এদিন লিফটলেট বিলির মাধ্যমে মানুষকে করোনা ভাইরাস মোকাবিলার বিষয়েও সচেতন করা হয়।