পেট্রোল, ডিজেল রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব পঃ বর্ধমান জেলা তৃণমূল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ জুলাইঃ
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল অফিসের সামনে তৃণমূলের অবস্থান-বিক্ষোভ, গরুর গাড়ি চেপে মিছিল। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়, তৃণমূল আইনজীবী সেলের দেবব্রত সাঁই, ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল সহ দুর্গাপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আইনজীবী সেলের কর্মীরা।
অপরদিকে, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধরনা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন ধরনা অবস্থান কর্মসূচি পালন করা হয় অন্ডাল মোড়ে। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালবরণ মন্ডল, জেলা পরিষদের কর্মধক্ষ মিনতি হাজরা, জেলা পরিষদের মেন্টর কাঞ্চন মিত্র, কৌশিক মন্ডল, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । বেলা ১০.৩০ থেকে কর্মসূচী শুরু হয় চলে বিকেল পর্যন্ত । কর্মসূচিতে যোগ দিয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কেন্দ্রের ভুল নীতির ফলে দেশবাসীকে ভুগতে হচ্ছে। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। তিনি বলেন ক্ষমতায় আসার আগে বিজেপি দেশবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছিল কেন্দ্রে বিজেপি সরকার হলে “আচ্ছে”- দিন আসবে । কিন্তু উল্টোটাই ঘটেছে বাস্তবে । বিশ্ব অর্থনীতিতে ভারত আজ বাংলাদেশের নিচে । আম্বানি আদানি মত দু একজন শিল্পপতির স্বার্থে দেশের সব রাষ্ট্রায়াত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে মোদি সরকার । দেশ থেকে মোদি সরকারকে উৎখাত করার জন্য একজোট হাওয়ার কথা বলেন তিনি।
পাশাপাশি এদিন, পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বাঁশকোপা টোল প্লাজার সামনে অবস্থান-বিক্ষোভ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সি।
এদিন রান্নার গ্যাসের খালি সিলিন্ডার রেখে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃনমূলের কর্মী-সমর্থকরা।
জেলা সভাপতি অপূর্ব মুখার্জি বলেন একদিকে যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে তখনো দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণকে মন কি বাত শুনিয়ে চলেছেন। গরীব সাধারন মানুষের কিভাবে সুরাহা হবে সেই বিষয়ে তিনি কোনো রকম কথা বলছেন না।