সিটি সেন্টারে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ১০-১২

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ জুলাইঃ
পথ দুর্ঘটনার কবলে পড়লএকটি যাত্রীবাহী বেসরকারী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কম বেশি ১০-১২ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে চার্চের নিকটে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে বাসটি দুর্গাপুরের সিটি সেন্টারে ঢোকার আগে চার্চের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পাঁচিলে ধাক্কা মারে। ঘটনার পরেই বাস ফেলে পালিয়ে যায় বাসের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। আহতদের উদ্ধার করে সিটি সেন্টারেই একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।