দিল্লিতে তৃণমূলের ধর্ণার সমর্থণে দুর্গাপুর ২ নং ব্লকে পথসভা
আমার কথা, দুর্গাপুর, ২ অক্টোবর:
একশ দিনের কাজে(আবাস যোজনা, সড়ক যোজনা) কেন্দ্র রাজ্যের সাথে বঞ্চনা করছে। বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র এই অভিযোগ তুলে প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লিতে আজ ও আগামীকাল এই দুইদিনের জন্য ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যার নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়৷ এই ধর্ণা কর্মসূচীকে সমর্থণ করে দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। বিকেল ৪টেয় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল, প্রাক্তন পুরপিতা রমাপ্রসাদ হালদার, মানস রায়, ধর্মেন্দ্র যাদব, মধুসূদন মন্ডল, সুনীল চ্যাটার্জি, ২ নং ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি সহ অন্যান্য ব্লকের সভাপতিরাও। এদিন গান্ধী মুর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। পথসভা শেষে গান্ধী মূর্তির পাদদেশে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গান্ধীজিকে সম্মান জ্ঞাপন করা হয়।