পাঠশালা পরিবারের প্রাক পুজো উৎসব
আমার কথা, আসানসোল, ১৭ অক্টোবর:
আসানসোল গার্লস কলেজর প্রেক্ষাগৃহে পাঠশালা পরিবারের উদ্যোগে এবং গার্লস কলেজের সহযোগিতায় অনুষ্ঠিত হল “পাঠশালা আনন্দ উৎসব “। পাঠশালা পরিবারের পক্ষে আবৃত্তিকার সুদীপ্ত রায় জানান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দিনগুলোতে মহালয়ার সকালে ” আনন্দবাজার'” শিক্ষার্থীদের কাছে, আশ্রমিকদের কাছে ছিলো বহু কাঙ্ক্ষিত এক অনুষ্ঠান। কবি ভূমের সেই ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এই খনি শহরে প্রাক পুজো আনন্দ উৎসবের কথা মাথায় আসে, এবং প্রতিবছর বেছে নেওয়া হয় কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে। যাতে শহরের এবং রাজ্যের প্রতিষ্ঠিত শিল্পীদের সাথে মঞ্চ ভাগ করে নিতে পারে প্রিয় ছাত্র ছাত্রীরা। তবেই সংস্কৃতির সর্বাঙ্গীণ বিকাশ সম্ভব। তিনি আরো বলেন যে, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান গুলিও এই কাজে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। গত বছর বি বি কলেজের পর এই বছর আসানসোল গার্লস কলেজের সক্রিয় সহযোগিতায় সম্পন্ন হলো এবারের আনন্দ উৎসব। ” উদ্বোধন করেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, বি বি কলেজের মাননীয় অধ্যক্ষ ড: অমিতাভ বসু, গার্লস কলেজের মাননীয় উপাধ্যক্ষ ড: সন্দীপ ঘটক, বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী, ডাক্তার অরুনাভ সেনগুপ্ত, অধ্যাপক সুজিত পাঁজা প্রমুখ। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান শ্রী তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা। পাঠশালা সংস্কৃতি চর্চা কেন্দ্রের ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতেই অডিটোরিয়াম কার্যত হাউসফুল হয়ে যায়। অসংখ্য মানুষ বাইরে দাঁড়িয়েও উপভোগ করেন অনুষ্ঠান। উপস্থিত দর্শকেরা অনেকেই জানান পাঠশালার এই অনুষ্ঠান প্রকৃত অর্থেই ছিলো আনন্দ উৎসব। এই উৎসবে পাঠশালার পরবর্তী প্রয়াস “সপ্তম আসানসোল কবিতা উৎসব” এবং ” তৃতীয় আসানসোল নৃত্য উৎসবের” স্মারক উন্মোচন করেন শহরের বিশিষ্ট জনেরা।