দুর্গাপুরে রোগী মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
আমার কথা, দুর্গাপুর, ৫ নভেম্বর:
চিকিৎসাধীন রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। হাসপাতালে চত্বরে উত্তেজনা। দুর্গাপুর ইএসআই হাসপাতালের ঘটনা।
গত বুধবার দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা আশীষ গাঙ্গুলি (৫৮) মাথা ঘুরে পড়ে যান বাড়িতে। চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ওই দিনই দুর্গাপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করেন আশীষ বাবুকে। শনিবার সন্ধ্যা বেলায় পরিবারের লোকজন হাসপাতালে আশীষ বাবুকে দেখে বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর আশীষ বাবুর মোবাইলে পরিবারের লোকেরা ফোন করলে উত্তর না পেয়ে হাসপাতালে ফোন করেন। অভিযোগ বারবার ফোন করা সত্ত্বেও হাসপাতালের কেউ সেই ফোন ধরেনি। উদ্বেগে পরিবারের লোকজন ফের হাসপাতালে ফিরে আসেন। দেখেন আশীষবাবু, অচৈতন্য অবস্থায় বেডের মধ্যে পড়ে রয়েছেন। নড়াচড়া সাড়াশব্দ নেই। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত নার্সদের জানালেও কেউ আশীষবাবুকে দেখতে আসেননি বলে অভিযোগ পরিবারের। অনেকক্ষণ পর একজন চিকিৎসক এসে আশিস বাবুকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসায় গাফিলতির অভিযোগে আশিষ বাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা সরব হন। মুহূর্তে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে সেখানে পৌঁছাই পুলিশ। মৃতদেহ নিতে অস্বীকার করে মৃত আশীষবাবু পরিজনের। পরে পুলিশের মধ্যস্থতায় মৃতদেহ নিতে রাজি হয় পরিবারের সদস্যরা। মৃত আশীষ বাবুর ছেলে রাজা গাঙ্গুলী জানান চিকিৎসার গাফিলতিতেই বাবার মৃত্যু হয়েছে। কর্তব্যরত নার্স, চিকিৎসকরা এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালের এক চিকিৎসক বলেন ঘটনাটি দুঃখজনক। চিকিৎসায় কোন গাফিলতি হয়েছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানালে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।