দুর্গাপুরে সরকারী হাসপাতালে ফের প্রসূতির মৃত্যু! উত্তেজনা
আমার কথা, দুর্গাপুর, ৫ জানুয়ারি:
ফের প্রসূতির মৃত্যুর ঘটনায় খবরের শিরোনামে জায়গা করে নিলো দুর্গাপুরের সরকারী হাসপাতাল। দিন সাতেক আগেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরেছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনা।
মৃতার স্বামী বাবু বাউড়ি জানান, দুর্গাপুর স্টিল টাউনশিপের নাগার্জুন বস্তি এলাকার বাসিন্দা চুমকি বাউড়ি(২৭) সন্তান প্রসবের জন্য বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। সিজার করে চুমকিদেবীর এক কন্যা সন্তানের জন্ম হয়৷ এরপর তার স্ত্রী ও সদ্যজাতকে বেডে দেওয়া হয়। কিন্তু রাতেই তার কাছে ফোন আসে। হাসপাতাল থেকে জানানো হয় প্রসূতির অবস্থা ভাল না। তারপরেই ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন আজ শুক্রবার সকালে চুমকিদেবীর মৃত্যু হয়৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবার ও এলাকার লোকজন৷ ঘটনাস্থলে আসে পুলিশ৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন অভিযোগকারীরা। সাথে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মৃতার স্বামী৷
প্রসঙ্গত: গত শুক্রবার ওই হাসপাতালেই সন্তানের জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয়েছিল সোনি তুড়ি(১৯) নামে এক প্রসূতির। সোনির পরিবারের লোকজনও চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছিলেন ওই হাসপাতালের বিরুদ্ধে।