চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু? আসানসোল জেলা হাসপাতালে ভাঙচুর
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৫ জুলাইঃ
ফের খবরের শিরোনামে রাজ্যের সরকারী হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুর ঘটনায় উত্তাল হল আসানসোল জেলা হাসপাতাল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে আসানসোল জেলা হাসপাতালে ভাংচুর এর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।রোগীর পরিবার সুত্রে জানা গেছে, সোমবার বমি পায়খানার উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি করা হয় পেশায় অ্যাম্বুলেন্স চালক কাঞ্চন বাউড়িকে। রাতে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।এর পরেই বাড়ির লোক হাসপাতাল ও বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভাংচুর চালায় বলে অভিযোগ।
অন্যদিকে ওই হাসপাতালেরই চিকিত্সক ডাঃ অমিয় ঘটক জানিয়েছেন, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাঞ্চন বাউড়ি। তাঁর বাড়ি আসানসোল দক্ষিণ থানার বুধা গ্রামে। বছর উনিশের কাঞ্চনকে পরীক্ষা করে ডাক্তারবাবুরা দেখেন তাঁর প্যানক্রিয়াসের গুরুতর সমস্যা আছে। সঙ্গে সঙ্গেই তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর আত্মীয়েরা তাঁকে অন্য কোথাও নিয়ে যেতে রাজি হননি। তাঁদের জোরজবরদস্তিতেই সিসিইউতে ভর্তি করা হয় কাঞ্চনকে। রাতেই তাঁর মৃত্যু হয়। এরপরেই বুধা গ্রামের জনা পঁচিশ ছেলে হাসপাতালে এসে তাণ্ডব শুরু করে।
হাসসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, কী তাঁদের অভিযোগ, তা জানতে চাওয়া হলেও কর্ণপাত করেননি পরিজনেরা। উল্টে, বেশ কয়েকটি জানলার কাঁচ, চেয়ার, টেবিল-সহ অন্য আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়েও আধ ঘণ্টা পরে এসে পৌঁছয় পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, পুলিশ ঠিক সময় এলে সরকারি সম্পত্তি বাঁচানো যেত।
ঘটনার পরে ভয়ের পরিবেশ রয়েছে বলে জানান চিকিসকরা। ঘটনাস্থলে পুলিশ মজুত রয়েছে।