পরিষেবা পেতে প্রথম দিনই উখড়া স্বাস্থ্য মেলায় রোগীর ঢল
আমার কথা, উখড়া, ১৮ জানুয়ারীঃ
নবভারতী সংঘ ও “নয়নজ্যোতি” ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শুরু হল দু’দিনের স্বাস্থ্য মেলা। উখড়া বাজপায়ী মোড়ে এদিন স্বাস্থ্য মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, দুর্গাপুর পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কালোবরণ মন্ডল, জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে, উপপ্রধান সরণ সায়গল সহ অন্যরা।
আয়োজকদের পক্ষে রাজু মুখোপাধ্যায় জানান এবার মেলা পড়লো ১৪ তম বর্ষে। আগে স্বাস্থ্য মেলা হত একদিনে, এবার হচ্ছে দু’দিনের। এদিন রক্তদান শিবির, চক্ষু, দন্ত পরীক্ষা ছাড়া অন্যান্য পরিষেবা দেওয়া হয়। আগামীকাল রবিবার রোগীদের স্বাস্থ্য পরীক্ষা জন্য মেলাতে জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি শিশু, স্ত্রী রোগ, হৃদরোগ, চর্ম, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থাকবেন। বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড সুগার, ইসিজি, থাইরয়েড, কোলেস্টরেল টেস্ট ছাড়াও থাকছে চিকিৎসা বিষয়ক সেমিনার। প্রথম দিনই পরিষেবা পেতে স্বাস্থ্য মেলাতে নেমেছে মানুষের ঢল। আয়োজকরা জানান পরিষেবা পেতে ইতিমধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নাম নথিভুক্ত করিয়েছে ।