রোগীর ছেলেদের বাউন্সার দিয়ে মারধর করার অভিযোগ দুর্গাপুরে বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯সেপ্টেম্বরঃ
বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের হাতে প্রহৃত হওয়ার অভিযোগ উঠল। অভিযোগ অস্বীকার করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
জানা গেছে, সেপ্ট্বেম্বরের ২৪ তারিখে বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন ওই বেসরকারী হাসপাতালে ভর্তি হন দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের আকবর রোডের বাসিন্দা ধনবন্তী সিং(৬৫)। ওই বৃদ্ধার ছোট ছেলে রতন সিং জানান যে, হাসপাতালের তরফে তার মায়ের শারীরিক বিষয়ে কাউন্সিলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়। কাউন্সিলিং রুমে যখন চিকিৎসকের সাথে রতন সিং ও তার দাদা যখন কথা বলছিলেন সেই সময় হাসপাতালের চারজন বাউন্সার তাদের উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ। রোগীর ছেলেরা তাদের বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ।
অপরদিকে বাউন্সার দিয়ে রোগীর ছেলেদের মারধরের বিষয়টি অস্বীকার করা হয় হাসপাতালের তরফে। হাসপাতাল আধিকারিক প্রবীর মুখার্জী জানান, রোগী পরিবার আমাদের নিরাপত্তা রক্ষীদের মারধর করে। তাই তাদের হাসপাতালে নীচে নামিয়ে দেওয়া হয়।