দুর্গাপুরে বসলো লোক আদালত, নিষ্পত্তি ৮০ টি মামলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ মার্চঃ
দুর্গাপুর মহকুমা আদালতে শনিবার দিন বসেছিল লোক আদালত। দুর্গাপুর শিল্পাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে বহু মানুষ এদিন উপস্থিত হয়েছিলেন দুর্গাপুর লোক আদালতের নিজেদের মামলা নিষ্পত্তির জন্য।
প্রসঙ্গতঃ প্রতি তিন মাস অন্তর এই দুর্গাপুর মহকুমা আদালতে কেন্দ্রীয় লোক আদালত বসতো নিয়মিতভাবে। তবে কিছুদিন বন্ধ ছিল করোনার কারনে। আবারও শনিবার দিন থেকে শুরু হল দুর্গাপুর মহকুমা আদালতে লোক আদালতের শুনানি। এদিন লোক আদালত এ মোট ৮০ টি মামলার নিষ্পত্তি হয়েছে বলে জানা গেছে। মূলত দুর্ঘটনা বীমা, উপভোক্তা সংক্রান্ত বিচার এদিন প্রাধান্য পেয়েছিল। দুর্গাপুর মহকুমা আদালতে আবারো লোক আদালত শুরু হওয়ায় খুশি শিল্পাঞ্চলবাসী।