একই ব্যানারে শুভেন্দু-চন্দ্রশেখরের ছবি, জল্পনা উস্কে জোর চর্চা দুর্গাপুরে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
চলতি সময়ে বঙ্গ রাজনীতির সব থেকে বড় আলোচ্য বিষয় তৃণমূল নেতা তথা সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এমতবস্তায় রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন কাঁথি, তারকেশ্বর, শিলিগুড়ি, বারাসাত গেরুয়া পাঞ্জাবী পড়া শুভেন্দু অধিকারীর ছবির পোস্টার পড়তে দেখা যায় যাতে লেখা “আমাদের আদর্শ, বাংলার গর্ব, জননেতা।” আর তার ঠিক নীচে লেখা, “আমরা দাদার অনুগামী। এ নিয়ে সারা রাজ্য জুড়ে চলছে জোর জল্পনা আর সাথে এও চর্চা চলছে যে তাহলে শুভেন্দুর কোন কোন অনুগামী তাঁর সাথে বিজেপিতে যোগ দিচ্ছে? এমতবস্থায় সেই জল্পনাকে উস্কে দিয়ে এবার শিল্পাঞ্চল দুর্গাপুরেও ব্যানার পড়তে দেখা গেল শুভেন্দু অধিকারীর। দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর নগর নিগমের সামনে এই ব্যানারগুলি দেখা গেছে। আর তাতে “তোমার ভাবনায় বাংলা”। তবে এবার সেই পোস্টারে শুধু লেখা নয়, জল্পনার আগুনের ঘৃতাহুতি হল যখন দেখা গেল একই পোস্টারে শুভেন্দু অধিকারীর সাথে ছবি রয়েছে দুর্গাপুরের ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের। ফলে শিল্পাঞ্চল রাজনীতি এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তাহলে কি চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ও কি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন? এদিকে দিন কয়েক আগে সাংসদ বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া বলেছিলেন, যদি শুভেন্দু বিজেপতে যোগ দেন তাহলে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও তার পাশে বসে সাংবাদিক সম্মেলন করতেই পারেন।
যদিও এ ব্যাপারে খোলসা করে কিছু বলতে চাননি চন্দ্রশেখরবাবু। তিনি বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের পর যদি কোনো লড়াকু নেতা থাকে তা হলেন সুভেন্দু অধিকারী। তবে পোস্টারের বিষয়ে আমার কিছু জানা নেই। কেউ ভাবাবেগ থেকে এই কাজ করে থাকতে পারে। সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার শাথে শুভেন্দু অধিকারীর ব্যাক্তিগত সম্পর্ক রয়েছে, কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”
এদিকে এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন “মমতা বন্দোপাধ্যায়ের সাথে দুরত্ব বাড়ছে শুভেন্দু অধিকারীর, কারন তাঁকে যোগ্য সম্মান দিতে পারেননি দলনেত্রী। সেই কারনেই দুর্গাপুরে সুভেন্দু অধিকারীর পোস্টার দিচ্ছে তাঁর অনুগামীরা। বিজেপির দরজা খোলা আছে। কেউ আসতে চাইলে আসতেই পারেন।”