ভোটের আগে পান্ডবেশ্বরে উদ্ধার পাইপগান, ধৃত ১
আমার কথা, পান্ডবেশ্বর, ২ জুলাই:
শনিবার রাতে টহলদারির সময় মহাল গ্রামের হাটতলা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ।তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও দু-রাউন্ড কার্তুজ। ধৃতের নাম শেখ আশরাফ। মহাল গ্রামে ওই ব্যক্তির বাড়ি। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
আজ রবিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে। কি কারনে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ এর প্রয়োজন। সেই জন্য তাকে হেফাজতের নেওয়ার আবেদন জানানো হবে বলে পাণ্ডবেশ্বর থানার আধিকারিক জানান।
উল্লেখ্য, গত ২৫-শে জুন রবিবার অন্ডাল থানার সিদুলি গ্রামের ডোমপাড়া-তে পুলিশি অভিযানে ধরা পড়েছিল তিন দুষ্কৃতী । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি দেশি পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজ । ওইদিনই রাতে পাণ্ডবেশ্বরের অজয় নদীর নাকা পয়েন্ট-এ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি-কে গ্রেপ্তার করে পুলিশ । গতকাল রাতে ফের মহাল এলাকায় আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী ধরা পরে । ভোটের আগে বারবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।