মিড ডে মিলে প্লাস্টিকের চাল? উত্তেজনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
আমার কথা, পূর্ব বর্ধমান(শক্তিগড়), ২০ জানুয়ারীঃ
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে প্লাস্টিক চাল পাওয়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বড়শুল একনম্বর পঞ্চায়েতের আমরা মসজিদ তলা এলাকায়।
বাসিন্দাদের অভিযোগ, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের জন্য এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য গাংপুরের কাঁঠালপাড়া গোডাউন থেকে মিড ডে মিলের সামগ্রী আসে, যার মধ্যে ছিল চাল, ডাল ও আলু। ডালু ও আলু ঠিক থাকলেও সমস্যা দেখা দেয় চাল নিয়ে।
অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য চালের মধ্যে বেশকিছু সাদা চাল ছিল, যা অনেকটা প্লাস্টিকের মত। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই চাল পরীক্ষার জন্য আগুনে পোড়ায় তবে সেই ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি স্থানীয় কয়েকজনের। এদিকে উত্তেজনা ছড়াল শক্তিগড় থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে বস্তাবন্দি চাল আটক করে নিয়ে আসে। সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।