বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রচারে আসছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ
আমার কথা, দুর্গাপুর, ২৬ এপ্রিল:
জোর কদমে চলছে প্রার্থীদের প্রচার। রাত পেরোলেই আসানসোল কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থণে প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পিছিয়ে নেই পদ্মশিবিরও। পশ্চিম বর্ধমানে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আগামী ৩ মে ভাতারে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে এই প্রচার জনসভায় যোগ দেবেন তিনি বলে দলীয় সুত্রে খবর।
অপরদিকে, প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। চলতি মাসের ৩০ তারিখে দুর্গাপুরে প্রার্থীর সমর্থণে প্রচারে আসছেন তিনি বলে দলীয় সুত্রে জানা গিয়েছে। ওইদিন তিনি প্রার্থীকে সাথে নিয়ে বেনাচিতিতে একটি রোড করবেন বলে জানা গিয়েছে। স্বভাবতই: খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর আগমনবার্তাকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে।