বারাবনিতে বিজেপির প্রার্থীর স্বামী ও ছেলের গণনাকেন্দ্রে প্রবেশের চেষ্টা, ঝামেলা
admin
July 11, 2023
আমার কথা, বারাবনি, ১১ জুলাই:
আজ ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনার দিন আর গণনা শুরুর আগে পুলিশ যখন ব্যারিকেড করে, সেই সময় ভেতরে প্রবেশ করার চেষ্টা করে ননী গ্রাম পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী সুচন্দ্রা রায়ের হয়ে তার স্বামী ও ছেলে। সেই সময় তৃণমূলের ছেলেরা বাধা দেয় এবং পুলিশও বাধা দেয় বলে অভুযোগ। পরে শাসক ও বিরোধীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তারপরে পুলিশ পরিস্থিতি আয়ত্ত্বের মধ্যে নিয়ে আছে।