কাজোরায় ছিনতাইয়ের ঘটনায় ধৃতদের পুলিশী হেফাজত
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১ ফেব্রুয়ারীঃ
সোমবার দুপুরে কাজোরা উড়ালপুলে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনতাই কাণ্ডে ধৃত চারজনকে মঙ্গলবার পেশ করা হল দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১৪ দিন হেফাজতে নেওয়ার আর্জি জানালো পুলিশ।
সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কাজোরা উড়ালপুলে পথ আটকে ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। জানা যায় জামুড়িয়ার একটি বেসরকারি সংস্থার ঠিকাদার অরূপ চ্যাটার্জি-র দুই কর্মচারী ব্যাগে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে জামুরিয়া যাচ্ছিলেন। পিছন দিক থেকে একটি চার চাকার গাড়ি নিয়ে ধাওয়া করে কাজোরা উড়ালপুলের কাছে তাদের পথ আটকায় দুষ্কৃতীরা। টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে আসানসোলের দিকে চম্পট দেয় দলটি। পেছনে ধাওয়া করে অন্ডাল থানার পুলিশ। কাজোড়ার জে,কে রোপওয়ে ও আসানসোলের বকবন্দি এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতী দলটি। তবে শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীরা ধরা পড়ে যায় আসানসোল উত্তর থানার লালগঞ্জ এলাকায়। সেখানে দুষ্কৃতী দলের চারচাকা গাড়িটি অপর একটি গাড়িকে ধাক্কা মেরে উল্টে যায়। সে সময় কুড়ি টাকার নোট ছড়িয়ে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। তবে তা সফল হয়নি। ধরা পড়ে বিকাশ সিংহ (নিমচা), রঞ্জিত বাউরী (বারাবনি), দিল মোহাম্মদ মোল্লা ও রাজু কাজী (জামুরিয়া) নামে চার দুষ্কৃতী। গতকাল সন্ধ্যেবেলায় ধৃতদের আনা হয় অন্ডাল থানায়। পুলিশ জানায় দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই যাওয়া টাকাভর্তি ব্যাগটি। তিন ঘন্টার মধ্যেই ঘটনার যবনিকা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশ। মঙ্গলবার ধৃতদের তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। বিচারক দিল মোহাম্মদ মোল্লা ও রাজু কাজীকে ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। বাকি দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণেই তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।