ফের তালা বন্ধ জিতেন্দ্র জায়ার আবাসন, ফিরতে হল পুলিশকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২ ডিসেম্বরঃ
পুলিশের পক্ষ থেকে দেওয়া দ্বিতীয় নোটিশ অনুযায়ী, ২২ তারিখ অর্থাৎ আজ সকাল ১০ টা নাগাদ জিতেন্দ্র তেওয়ারির আবাসনে পৌঁছলো আসানসোল উত্তর থানার পুলিশ। এদিনও আবাসন তালা বন্ধ অবস্থায় থাকায় আবাসন থেকে ফিরল পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে ১৪ই ডিসেম্বর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ওয়ার্ডেরই পুরমাতা জিতেন্দ্র তিওয়ারী জায়া চৈতালী তিওয়ারীকে নোটিশ দিয়েছিল আসানসোল উত্তর থানার পুলিশ। প্রথম নোটিশ দেওয়ার পর বাড়িতে পুলিশ গেলে তালা বন্ধ অবস্থায় দেখতে পায় চৈতালি তেওয়ারির আবাসন। এরপর দ্বিতীয় নোটিশ সাঁটিয়ে দেওয়া হয় আবাসনের দেয়ালে। ২২ তারিখ সকাল দশটা নাগাদ পুলিশ আধিকারিকরা এই আবাসনে পৌঁছালে তালা বন্ধ অবস্থায় দেখতে পান আবাসনটি