২১ জুলাই উপলক্ষ্যে পানাগড় বাইপাসে পুলিশের সহায়তা কেন্দ্র
আমার কথা, কাঁকসা, ২১ জুলাই:
শুক্রবার সকাল থেকে কড়া নজরদারিতে পানাগড় বাইপাসে মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ। পানাগড় বাইপাসের পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১ নম্বর গেটের কাছে খোলা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে সহায়তা কেন্দ্র।
শুক্রবার সকাল থেকে কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে বহু যানবাহন। জাতীয় সড়কে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
সকাল থেকেই কড়া নজরদারিতে মোতায়েন রয়েছে কাঁকসা থানার পুলিশ কর্মীরা ছাড়াও কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল এবং কাঁকসা ট্রাফিক গার্ডের এসিপি তুহিন চৌধুরী, সহ কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি অমর দাস সহ ট্রাফিক পুলিশের কর্মীরা।
কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন কোথাও কোন দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পুলিশ কর্মীরা সেখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেবে। এছাড়াও কেউ অসুস্থ হলে বা দুর্ঘটনায় আহত হলে তাদের জন্য সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল কিট ও জলের বোতল।