বিয়েবাড়িতে তারস্বরে মাইক বাজিয়ে চলছিল নাচ গানের অনুষ্ঠান, বন্ধ করলো পুলিশ

আমার কথা, দুর্গাপুর, ১৩ ফেব্রুয়ারী:
বিয়েবাড়িতে তারস্বরে বক্স বাজিয়ে গান বাজানোর অভিযোগে পুলিশ গান বাজানোর যাবতীয় যন্ত্র বাজেয়াপ্ত করলো। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানা এলাকায়।
রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারী সোমবার থেকে। চলবে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত্য। এই সময় মাইক বা বক্স বাজানো সরকারী আইনে নিষিদ্ধ। এই বিষয়ে কড়া নির্দেশ রয়েছে রাজ্য সরকারের। তাই এতটুকু যাতে নিয়মভঙ নাহয় তারজন্য সজাগ পুলিশ প্রশাসন। বুধবার দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজি ভবনে ছিল বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যে হতেই সেই ভবনে স্টেজ করে তাতে বক্স বাজিয়ে শুরু হয় নাচ গানের অনুষ্ঠান। তারস্বরে বাজছিল বক্স আর সেই ভয়ানক আওয়াজে এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটে। পুলিশের কাছে অভিযোগ যায় অভিভাবকদের পক্ষ থেকে। অভিযোগের ভিত্তিতে দুর্গাপুর থানার পুলিশ নেতাজী ভবনে গিয়ে সটান হাজির হয়। বাজেয়াপ্ত করা হয় মিক্সার মেশিন সহ গান বাজানোর একাধিক যন্ত্রপাতি। পাশাপাশি যারা আইন ভঙ্গ করে তাদেরও পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারী দেওয়া হয়।