এশিয়ান পাওয়ার-লিফটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ীদের পুলিশের সম্বর্ধনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২২জুনঃ
চলতি মাসের ১৬-২১ তারিখ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে হয়ে গেল এশিয়ান পাওয়ারলিফটিং ( ইক্যুপড ) চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এশিয়ার ভারত, ওমান, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, ইরান, জাপান সহ একাধিক দেশের প্রতিযোগিরা। বাংলা থেকে ভারতের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দুর্গাপুরের বিধান নগর এর বাসিন্দা সীমা দত্ত চ্যাটার্জী, অংশু সিং ও জলপাইগুড়ির বাসুদেব দাস। এর মধ্যে সীমা দত্ত চ্যাটার্জি ৬৩কেজি স্কোয়াট, বেঞ্চ প্রেস, ডেড লিফটিং বিভাগে স্বর্ণপদক যেতেন। মেয়েদের বিভাগে “স্ট্রঙ্গেস্ট ওম্যান” খেতাবও পান তিনি। অন্যদিকে অংশু সিং ৮৩ কেজি পুরুষ বিভাগে স্কোয়াটে সোনা, ডেড লিফটে রৌপ্য পদক জেতেন। জলপাইগুড়ির বাসিন্দা বাসুদেব দাস ১০৫ কেজি পুরুষ বিভাগে বেঞ্চ প্রেস ও ডেথ লিফটে সোনার পদক জেতেন। বুধবার দুপুরে বিমানে করে দুর্গাপুর ফিরেন সীমা দত্ত চ্যাটার্জি ও অংশু সিংরা। অন্ডাল বিমানবন্দরে চ্যাম্পিয়নদের স্বাগত জানানো হয় জেলা প্রশাসন ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ সেবালে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা সহ অন্যরা। পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে তাদের সম্মানিত করা হয় পুলিশের পক্ষ থেকে। অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়ে সীমা ও অংশু-রা জানান কঠিন পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। সাম্প্রতিককালে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট রয়েছে সেগুলি তে সফলতা লাভ করাই এখন প্রধান লক্ষ্য বলে জানান তারা।