বাইক চুরি চক্রের পর্দাফাঁস দুর্গাপুরে, ৬টি বাইক উদ্ধার, গ্রেফতার মূল পান্ডা
আমার কথা, দুর্গাপুর, ১৮ মেঃ
৬টি চুরি যাওয়া বাইক উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ। চক্রের পান্ডাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই মিলেছে এই সাফল্য। চক্রের সাথে যুক্ত বাকিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
শিল্প শহর দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েক মাসে একাধিক দু’ চাকার মোটর বাইক চুরির ঘটনা সামনে এসেছে। একের পর এক অভিযোগ দায়ের হয়েছে থানাতে। স্বভাবতই ঘটনায় চাপ বাড়ে পুলিশের উপর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তার নেতৃত্বে বাইক চুরির তদন্তে দুর্গাপুর থানার পুলিশ কর্মীদের নিয়ে বিশেষ টিম তৈরি করা হয়। ডিসিপি(পূর্ব) এর নেতৃত্বে তদন্ত শুরু করে সেই টিম। গ্রেপ্তার করা হয় জামুড়িয়ার বাসিন্দা প্রবোধ মণ্ডল (লালটু) নামে এক দুষ্কৃতিকে। আদালতের নির্দেশে দুষ্কৃতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সম্প্রতি ৬টি চুরির বাইক উদ্ধার করে পুলিশ। ধৃত প্রবোধ মন্ডলই চক্রের মূল পান্ডা বলে পুলিশের দাবি। চুরি যাওয়া বাইক গুলি উদ্ধার করা হয় আমড়াই গ্রাম এলাকা থেকে। শনিবার দুর্গাপুর থানাতে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ ও সোর্সের মাধ্যমে খোঁজখবর নিয়ে বাইক গুলি উদ্ধার সম্ভব হয়েছে। এর আগে আরো ৪টি চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছিল। এই নিয়ে দুর্গাপুর থানা মোট ১০টি চুরির বাইক উদ্ধার করলো। হেফাজতে থাকা প্রবোধ ছাড়াও এই চক্রে আরও দু-তিনজন পান্ডা রয়েছে।এছাড়াও এই ঘটনার সাথে আন্তঃ রাজ্য পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে দ্রুত তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান ডিসিপি।