BREAKING! অবৈধভাবে বালি পাচারের সময় ৫টি গাড়ি আটক করলো পুলিশ

আমার কথা, অন্ডাল, ১৩ ফেব্রুয়ারী:
অভিযান চালিয়ে পাঁচটি ওভারলোড বালির গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ। বুধবার গভীর রাতে মদনপুরের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে গাড়ি গুলিকে আটক করা হয়।
বালি পাচার নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে এই নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে। পাচার বন্ধ করতে পুলিশ, বিএলআরও আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরপর বেআইনি বালি উত্তোলন ও পাচার কিছুটা নিয়ন্ত্রণ হলেও বেআইনিভাবে পাচার চলছে বলে স্থানীয়দের অভিযোগ। সুত্র মারফত এ রকমই অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায় অন্ডাল থানার পুলিশ। মদনপুর পঞ্চায়েতের বাবুইসোল পলাশবন রাস্তা থেকে প্রায় ২০০ টন বালি সহ পাঁচটি ওভারলোড বালি বোঝায় ডাম্পার আটক করে পুলিশ। আটক করে ডাম্পার গুলি থানায় নিয়ে যাওয়া হয়। বালিসহ আটক ডাম্পার গুলি আজ বৃহস্পতিবার ভূমি রাজস্ব দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সূত্রে খবর। দামোদরের কোন ঘাট থেকে এই বালি উত্তোলন করে কোথায় পাচার করা হচ্ছিল তদন্ত করে তার দেখা হবে বলে থানার আধিকারিক জানান।