‘দ্য কাশ্মীর ফাইলস’ কে কেন্দ্র করে দুর্গাপুরে মাল্টিপ্লেক্সে রাজনৈতিক উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ মার্চঃ
দুর্গাপুর সিটিসেন্টারে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হলে আরএসএস ও বিজেপি নেতাকর্মীরা সোমবার ‘ দ্য কাশ্মীর ফাইলস ‘ দেখতে গিয়ে ‘ জয় শ্রীরাম ‘ স্লোগান দেওয়ায়’কে ঘিরে শুরু হয় রাজনৈতিক তর্জা। প্রায় ৫০০ বিজেপি ও আরএসএস সমর্থকদের স্লোগানে সিনেমা হলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও আরএসএস হিন্দুত্ববাদ স্লোগান দিচ্ছে একটি জাতির বিরুদ্ধে। এদের অবিলম্বে দমন করা উচিৎ। এই রকম অবস্থা করা উচিৎ হয়নি। প্রশাসন’কে বলবো, অবিলম্বে এই সিনেমাটা বন্ধ করা উচিৎ। কারণ কালকে সিনেমা হলে আগুন লাগলে যেনো আমাদের ওপর দোষ না যায়।
অপরদিকে, সিপিএম’র অভিযোগ, একটি অসত্য তথ্যকে বাজারে বিক্রি করতে আরএসএস এই ভাবে সিনেমা দেখানোর ব্যাবস্থা করেছৎ, যাতে সাম্প্রদায়িক শক্তি গুলিতে বিভাজন গড়ে ওঠে। সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে তাদের পা’য়ের মাটি সড়ে গিয়েছে। তাই এখানে তাস খেলছে। কিন্তু কোনও লাভ হবে না।
এদিন সিনেমা দেখানোর উদ্যোক্তা পারিজাত গাঙ্গুলি জানান, এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই। আমি একজন সমাজসেবী হিসেবে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করেছি। তিনশো টিকিট কিনেছিলাম। সেখানে প্রায় ৫০০ জন দুর্গাপুর বাসী সিনেমা দেখতে চলে এসেছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও রয়েছে। সিনেমা হলে দাঁড়ি ও মেঝেতে বসে সবাই সিনেমা দেখছে।