আবারও একই ঘটনা, আরো একটি পুকুরের জল গেল শুকিয়ে
আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ ফেব্রুয়ারী:
হরিপুর হাটতলা সংলগ্ন বড় পুকুর নামে একটি পুকুরের জল আচমকা শুকিয়ে যায়। সেই ঘটনার রেশ স্থানীয়দের এখনো কাটেনি এর মধ্যেই এদিন শনিবার পাশের অন্য একটি পুকুরের জল শুকিয়ে গেল। যা নিয়ে এলাকায় নতুন করে তৈরি হয়েছে চাঞ্চল্য।
শুক্রবার হরিপুর হাটতলা সংলগ্ন গোসাই মন্দিরের পাশে বড় পুকুর নামে একটি পুকুরে জল আচমকা উধাও হয়ে যায়। স্থানীয়রা জানান বৃহস্পতিবার সন্ধ্যেবেলার পর থেকেই পুকুরটিতে জল কমতে শুরু করেছিল। শুক্রবার সকালের মধ্যে ওই পুকুরের সমস্ত জল ভ্যানিস হয়ে যায়। পুকুরের জলে মাছ ছিল । সেই মাছেরও হদিস পাওয়া যায়নি। গতকালের এই ঘটনার রেশ এখনো রয়েছে এলাকায়। এরমধ্যেই আজ শনিবার পাশের একটি পুকুরের জলও শুকিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। শুক্রবার যে পুকুরে জল শুকিয়ে গিয়েছিল তার আধ কিলো মিটার দূরে রয়েছে নতুন পুকুর নামে একটি জলাশয়। পুকুরটি শরিকি মালিকানাধীন। শরিক নিরঞ্জন পাল জানান এদিন দুপুর থেকে পুকুরের জল ধীরে ধীরে কমতে শুরু করে। খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি ৯০ ভাগ জল ইতিমধ্যে শুকিয়ে গেছে। জল দ্রুত কমছে। স্থানীয়দের দাবি এই এলাকার ভূগর্ভস্থ থেকে কয়লা কাটা হয়েছে। শূন্য জায়গায় বালি প্যাকিং এর কাজ ঠিকমতো না করার কারণেই এমনটা করছে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন খনি সংস্থা ই সি এল এর গাফিলতির কারণে এলাকা বিপদজনক হয়ে উঠেছে। এলাকার মানুষজনের পুনর্বাসনের দাবি জানান তিনি। খনি সংস্থা ই সি এল হেডকোয়ার্টারের আধিকারিক নীলাদ্রি রায় বলেন ঠিক কি কারনে এমনটা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরকম ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।