গলসীর বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পোস্টার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২১মার্চঃ
পানাগড় বাজারে ও বুদবুদে গলসী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন বাগদির নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পোস্টারে কারোর নাম না থাকলেও এলাকার মা ও বোনেরা এই পোস্টার দিয়েছে বলে দাবি করা হয়েছে পোষ্টারে। পোস্টারে লেখা হয়েছে-“আপনি কি জানেন বিজেপি প্রার্থী তপন বাগদি ধর্শণের মামলায় অভিযুক্ত। মামলা আদালতের-র বিচারাধীন। এই প্রার্থী কি মা বনে-দের সুরক্ষা দেবে”
বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এটি তৃণমূলের কাজ। নির্বাচনে হার নিশ্চিত জেনে এই সব নোংরা কাজকর্ম করছে। অপরদিকে তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে, তৃণমূল এই ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। তবে ইতিমধ্যে পোস্টার পড়ার কথা চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।