দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানো পোস্টার, বিতর্ক

আমার কথা, দুর্গাপুর, ৭ ফেব্রুয়ারীঃ
পশ্চিমবাংলার সরকারী হাসপাতালে বাংলাদেশ সরকারের লোগো লাগানো পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরে। তবে বিষয়টি নিয়ে অন্ধকারে ছিলেন খোদ হাসপাতাল সুপার। যদিও বিষয়টি জানার পরেই তড়িঘড়ি তা খুলে ফেলা হয় দেওয়াল থেকে। তবে ঘটনাকে ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের আইসিইউ এর পাশে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ক্যাঙ্গারু মাদার কেয়ারের একটি পোস্টার দেওয়ালে সাঁটা রয়েছে। সেই পোস্টারে দেওয়া রয়েছে সন্তানের জন্ম দেওয়ার পর কিভাবে মা সন্তানের পরিচর্যা করবে তারই কিছু বার্তা আর সেই পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসে ওই হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েকজন রোগী ও তাঁর পরিজনের। মুহূর্তে বিষয়টি চাউড় হয়ে যায়। শুরু হয় বিতর্ক। এদিকে এ বিষয়টির ব্যাপারে একেবারেই অবগত ছিলেন না হাসপাতালে সুপার ডাঃ ধীমান মণ্ডল। তবে বিষয়টি জানানোর পরেই তড়িঘড়ি দোয়াল থেকে পোস্টারটি খুলে ফেলার ব্যবস্থা করা হয় হাসপাতালের পক্ষ থেকে। পরে বিষয়টি নিয়ে সুপার জানান, “আমি সিসি ক্যামেরায় বিষয়টি খতিয়ে দেখবো কে বা কারা এই ধরনের পোস্টার লাগিয়েছে। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে”।
এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মন ঘোড়ুই বলেন, পশ্চিমবাংলার হাসপাতালে বাংলাদেশের লোগো লাগানো পোস্টারের বিষয়টি শুনেছি। আমি এর তীব্র নিন্দা করছি। এই ধরনের বিষয় মোটেই কাম্য নয়।
তবে এই বিষয়টি নিয়ে তৃণমুলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেউ চক্রান্ত করে এই ধরনের কাজ করেছে। আমাদের এই রাজ্য যথেষ্ট শান্ত। তাই কেউ কেউ শান্ত বাংলাকে অশান্ত করতেই এই ধরনের কাজ করেছে। কারা এই কাজটি করেছে তাঁদের চিহ্নিত করে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে।