পোস্ট অফিসে গ্রাহকদের সাথে আর্থিক প্রতারণা, গ্রেফতার পোস্ট মাস্টার
আমার কথা, আসানসোল, ২৮ জুন:
পোস্ট অফিসে টাকা রেখে প্রতারণার অভিযোগ।আসানসোলের সালানপুর ও হিন্দুস্থান কেবেলস এলাকার দুটি পোস্ট অফিসের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ। অভিযোগ বেশ কয়েকজন গ্রাহক নিজের কর্ম জীবনের অর্থ জমা রেখেছিলেন পোস্ট অফিসে। তারপর গ্রাহকরা জানতে পারেন যে, তাদের গচ্ছিত টাকা পোস্ট অফিসে জমা পড়েনি। ওই পোস্ট অফিসের পাসবুক ও স্ট্যাম্প সম্পূর্ণ রূপে জাল। গ্রাহকরা বুঝতে পারে তারা সরকারি সংস্থা তথা পোস্ট অফিসে টাকা রেখে প্রতারিত হয়েছেন। বিষয়টি সালানপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানায় প্রতারিত গ্রাহকরা! ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। যদিও সেই সময় কর্মরত পোস্ট অফিসের পোস্টমাস্টার কৃষ্ণ প্রসাদ শর্মাকে সালানপুর থানার পুলিশ গ্রেফতার করে গত ২৪শে জুন বলে খবর। তাকে আসানসোল আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশির হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে পোষ্ট মাষ্টারকে গ্রেফতার করার খবর চাউর হতেই প্রতারিত গ্রাহকেরা সালানপুর থানায় পৌঁছায়। প্রতারিত গ্রাহকেরা জানিয়েছে পোস্ট অফিসে টাকা রেখেও তারা সুরক্ষিত নয়। তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাই তারা সমবেত ভাবে দাবি জানান দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা সহ তাদের জমানো টাকা ফেরত দিতে হবে। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে পুলিশ ধৃত ব্যক্তির কাছ থেকে জাল স্ট্যাম্প,জাল পাসবুক সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।