পান্ডবেশ্বরে ২৫ টাকা কিলো দরে বিকোচ্ছে আলু
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭নভেম্বরঃ
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দপ্তর এর উদ্যোগে পাণ্ডবেশ্বর বৈদ্যনাথপুর পঞ্চায়েত এলাকায় শুরু হলো সরকারি দরে আলু বিক্রি। ২৫ টাকা কিলো দরে একজন ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি করে আলু পাবে বলে দপ্তর সূত্রে খবর।
সম্প্রতিকালে রাজ্যে শাকসবজির দাম আকাশ ছোঁয়া। সমস্যায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত রা। সবচেয়ে সমস্যা তৈরি হয়েছে আলুর দাম নিয়ে। খোলা বাজারে আলুর দাম হচ্ছে কেজি প্রতি ৪২ থেকে ৪৫ টাকা। দাম কমার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না বাজারে। এই অবস্থায় সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে সরকারি করে আলু বিক্রির প্রক্রিয়া। শুক্রবার পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েত এলাকাতেও শুরু হয়েছে সরকারি উদ্যোগে আলু বিক্রি। ২৫ টাকা কিলো দরে একজন ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে। সরকারি এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।