এইচ এফ সি এল কলোনির বাসিন্দাদের উপর বিদ্যুৎ সংস্থার (WBSEDCL) দাদাগিরি?
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুলাইঃ
নিয়মিত বিদ্যুতের বিল দেওয়া সত্ত্বেও সিকিউরিটি বাবদ প্রায় ছয় লক্ষ টাকা(৫,৬৮,৮৩২/-) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার টাউনশিপে বসবাসকারী আবাসিকদের যা তাদের কাছে ভীষণ রকম অত্যাচারের সামিল।
দুর্গাপুরের এই এইচ এফ সি এল কলোনিতে বাস করেন ১৬৮টি পরিবার যার মধ্যে বেশির ভাগই বরিষ্ট নাগরিক। তাদের অভিযোগ নিয়মিত বিদ্যুতের বিল জমা দেওয়ার পরেও চলতি মাসের ৭ তারিখে আচমকাই ডাব্লুউবিএসইডিসিএলের তরফে প্রায় ছয় লক্ষ টাকা সিকিউরিটি বাবদ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সাথে সেই নোটিশে এও উল্লেখ করা হয়েছে যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিকিউরিটির টাকা জমা না দেওয়া হয় তাহলে ওই টাউনশিপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমতবস্থায় এত টাকা জমা করা তাদের পক্ষে সম্ভব নয়। বিদ্যুৎ দপ্তরের এহেন অমানবিক আচরনের বিরুদ্ধে আজ রবিবার সকালে বিধাননগরের পনেরশো মোড়ে হিন্দুস্তান ফার্টিলাইজার কারখানার এক আধিকারিকের বাড়ির সামনে তাঁরা উপস্থিত হন। তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি ওই আধিকারিকের হাতে তাঁরা তুলে দেন। গৌতম বিশ্বাস নামে ওই আধিকারিক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও আশ্বাস দেন।