বিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে প্রধানের নেতৃত্বে বিডিও অফিসে ধর্না

আমার কথা, অন্ডাল, ১৯ মার্চ:
সরকারি প্রকল্পের পরিষেবা নিয়ে পক্ষপাতিত্ব করছেন বিডিও সহ সরকারি আধিকারিকেরা। এই অভিযোগে বিডিও অফিসে ধর্নায় বসে বিক্ষোভ দেখালো প্রধান সহ পঞ্চায়েত ও সমিতি সদস্যরা। অন্ডাল বিডিও অফিসের ঘটনা।
সরকারি প্রকল্পের সুবিধার না পাওয়া, তালিকা তৈরিতে পক্ষপাতিত্বের অভিযোগে এতদিন মুখর হতে দেখা গিয়েছে বিরোধীদের। এবার দেখা গেল উল্টো ছবি, একই অভিযোগে সোচ্ছার হলো শাষক দলের প্রধান সহ জনপ্রতিনিধিরা। বুধবার মদনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ দেওয়াসি সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা বিডিও অফিসে বসে বিক্ষোভ দেখায়, চলে ধর্না কর্মসূচি। পার্থবাবু জানান সরকার জনগণের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। কিন্তু এলাকার বহু মানুষ সেই সকল প্রকল্পের সুবিধা পাচ্ছে না। বিডিও কে বিষয়টি জানিও সমস্যার সমাধান হয়নি। তথ্য দিয়ে পার্থ বাবু জানান ২০২২ সালে আবেদনকারীদের মধ্যে এখনো ২৮০০ জন পার্থক্য ভাতা পায়নি। গোটা রাজ্যে পুরোহিত ভাতা চালু থাকলো অন্ডালে এখনো পুরোহিতরা সরকারি ভাতা পায়না। আবাস যোজনা প্রকল্পে পক্ষপাতীত্বের অভিযোগ ও সরব হন পার্থ বাবু। তিনি বলেন যে সকল আধিকারিকারা তালিকা যাচাইয়ের কাজে যুক্ত ছিলেন তারা পক্ষপাতিত্ব করেছে। ফলে অযোগ্যরা আবাস পেলও বহু যোগ্য আবেদনকারীরা আবাস প্রকল্পের ঘর পাইনি। জল স্বপ্ন প্রকল্পে এলাকায় এখনো বহু বাড়িতে কলের সংযোগের কাজ অসম্পূর্ণ রয়েছে। কল বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ি করা হলেও সেগুলি সংস্কার করা হয়নি।
পার্থ বাবু বলেন “এই সকল কারণে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জন্মাছে। আমাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। আমরা এর সুরাহা চাই। সেজন্যই আজকের ধর্না বিক্ষোভ” বলে জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে অন্ডালের বিডিও দেবাঞ্জন দত্ত বলেন সরকারি নিয়ম মেনে সব কাজ হচ্ছে । তিনি বলেন পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন । বিরোধীদের হয়ে দালালি করার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন এই বিষয়ের কিছু বলবো না, নো কমেন্ট।
শাসক দলের পঞ্চায়েত প্রধানের অভিযোগ প্রসঙ্গে বিজেপি নেতা লক্ষণ ঘুড়ুই বলেন সরকারি আমলারা বেশিরভাগই দলদাস তাদের নিয়োগ করে শাসক দল । তাই তৃণমূলের প্রধান বিষয়টি না জেনে এরকম মন্তব্য করছেন । বলেন এই আক্রমণের পেছনে আছে অন্য ঘটনা । স্থানীয়স্তরে ভাগ বটোরা নিয়ে মনোমালিন্যের কারণেই এই সংঘাত বলে জানান লক্ষণ বাবু ।