রণডিহার থেকে ৩ কি.মি দূরে দামোদর থেকে উদ্ধার হল প্রকাশের মৃতদেহ

আমার কথা, পশ্চিম বর্ধমান(রনডিহা), ১৩অক্টোবরঃ
অবশেষে দামোদর থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া যুবকের নিথর মৃতদেহ। আজ মঙ্গলবার সকালে রণডিহা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কসবা এলাকায় দামোদরের জলে প্রকাশের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পানগড়ের রেলপাড়ের ট্যাংকিতলা এলাকায়।
প্রসঙ্গতঃ গুজরাটের ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করছিল প্রকাশ। লকডাউনের কারনে তিনি বাড়িতে এসেছিলেন। প্রকাশের বাবা ও দাদা পৌরহিত্য করেন। গতকাল সোমবার বিকেলে সে তাঁর আরো পাঁচজন বন্ধুর সাথে রণডিহার ব্যারেজে ঘুরতে যান। সেখানে আচমকা পা পিছিলে দামোদরের জলে পরে তলিয়ে যান প্রকাশ পান্ডে(২৪)। খবর দেওয়া হয় থানায়। বুদবুদ থানার পুলিশ গিয়ে উদ্ধার কাজ শুরু করলেও সন্ধ্যের অন্ধকার নেমে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়।