গান্ধী জয়ন্তীতে দুর্গাপুরে “আর্ট অফ লিভিং” এর বিশেষ প্রার্থণা সভা
আমার কথা, দুর্গাপুর, ৩ অক্টোবর:
গান্ধী জয়ন্তী উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা আয়োজন করল আর্ট অফ লিভিং সংস্থা। সোমবার সন্ধ্যায় এই প্রার্থনা সভাটি হয় দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন মেলা ময়দানের পাশে আর্ট অফ লিভিং আশ্রমে। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। তারপর হয় বিশেষ প্রার্থনা সভা। প্রার্থনা সভাতে অংশ নিয়েছিলেন সংস্থার শতাধিক সদস্যগণ। সকলে একসাথে মোমবাতি জ্বালিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গান্ধী জয়ন্তী পালন করেন। বিশ্ব শান্তি, অহিংসা, সম্প্রীতির পাশাপাশি সংস্থার মূল মন্ত্র ওয়ান ওয়ার্ল্ড ফ্যামিলির বার্তা ছড়িয়ে দিতে এই প্রার্থনা সভা বলে জানান আর্ট অফ লিভিং এর এপেস্ক সদস্য (পশ্চিমবাংলা ও আসাম ) সুমিত বন্দ্যোপাধ্যায।