জোর কদমে চলছে স্বাস্থ্য মেলার প্রস্তুতি
আমার কথা, অন্ডাল, ১৬ জানুয়ারীঃ
আগামী শনিবার ১৮ তারিখ উখরায় শুরু হবে দুদিনের স্বাস্থ্য মেলা। উখড়া নবভারতি সংঘের পরিচালনায় স্বাস্থ্য মেলাটি হবে স্থানীয় বাজপাই মিলে। সেখানে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে অস্থায়ী স্টল তৈরীর কাজ। ক্লাব সভাপতি রাজু মুখোপাধ্যায় জানান এ বছর স্বাস্থ্য মেলা পরলো ১৪ বছরে। এবার প্রায় ৪০ টির মতো স্টল হচ্ছে। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য থাকবে ৩৫ জন চিকিৎসক। জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি শিশু, স্ত্রী রোগ, হৃদরোগ, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার পাশাপাশি থাকবে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষার ব্যবস্থাও। প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষ স্বাস্থ্য মেলা থেকে উপকৃত হবেন বলে জানান তিনি। প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করা হবে সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত। সন্ধ্যেবেলায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।