দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলার দ্বিতীয় বর্ষের প্রস্তুতি
আমার কথা, দুর্গাপুর, ১১ জানুয়ারীঃ
দুর্গাপুরে ফের শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা। রাজ্যের স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে তরান্বিত করতে রাজ্য সরকারের উদ্যোগে এই মেলাতি শুরু হতে চলেছে ১৭ জানুয়ারী থেকে। রাজ্যের ৯টি জেলার হস্তশিল্পীরা এই মেলায় অংশগ্রহণ করবেন। দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে আয়োজিত এই মেলাটি চলবে আগামী ২৩ জানুয়ারী পর্যন্ত্য। বেলা ১২টা থেকে রাত ৮টা অর্যন্ত্য এই মেলা চলবে।
এই মেলার বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর নগর নিগমে। শনিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পোন্নমবলম, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, সহ আরো অনেকে।
এই বৈঠক থেকে মন্ত্রী জানান, সৃষ্টিশ্রী মেলাটি এ বছর দ্বিতীয় বছরে পদার্পণ করতে চলেছে। গতবছর এই মেলা বেশ সাফল্য পেয়েছে। প্রায় ১ কোটি টাকারও বেশি মুনাফার মুখ দেখা গেছে এই মেলা থেকে। গত বছর ৬টি জেলার হস্তশিল্পীরা এই মেলায় অংশ নেন, আর এ বছর তা বেড়ে দাঁড়াচ্ছে ৯টিতে। মোট ৯২টি স্টল থাকবে এই মেলায় যেখানে ওই ৯টি জেলার হস্তশিল্পীরা তাঁদের হাতের কাজের পসরা সাজাবেন। গতবারের ন্যায় এ বারেও এই সৃষ্টিশ্রী মেলা বেশ সাড়া ফেলবে মানুষজনের মধ্যে। পাশাপাশি এই মেলাতে গতবারের ন্যায় এবারেও থাকবে সাংস্কৃতিক অনুশঠান। রাজ্য সহ কলকাতার নামী শিল্পীরাও পাশাপাশি এই মেলার সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন। সব মিলিয়ে এই ম্রলাকে সর্বাঙ্গীন সুন্দর ও মনোগ্রাহী করে তুলতে প্রশাসনিক স্তরে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় এদিনের সাংবাদিক বৈঠকে।