জলের লাইন নিয়ে অশান্তি, ধারালো অস্ত্র দিয়ে কোপালো প্রতিবেশী
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৮ মেঃ
জলের পাইপ লাইনকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোল আর সেই গন্ডগোল্কে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল সাগর কর্মকার নামে এক প্রতিবেশীরর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে আসানসোলের সবনপুর এলাকায়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় আহত সুবল চন্দ্র ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত সুবল চন্দ্র ঘোষের ছেলে রাজ কুমার ঘোষ বলেন, আমাদের পাইপ লাইন কেটে ওরা কানেকশন নিয়েছে। সেটা জানাতে থানায় ও পঞ্চায়েতে যায়। ইসিএল কর্মী সুবল বাবু এদিন দুপুরে যখন টিফিন করতে বাড়ি আসছিলেন সে সময় তার উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন তিনি।