১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মিছিল ও সভা ডিপিএলে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬জুনঃ
১০০দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সোমবার দুর্গাপুরে প্রতিবাদ সভা ও মিছিল করলো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা।
এদিন ১০০দিনের কাজের টাকার দাবি সহ পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামেন দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ডিপিএল আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের কর্মী সমর্থকরা। এদিন প্রথমে একটি প্রতিবাদ সভা হয়। এরপর একটি মিছিল হয়।নেতৃত্ব দেন সম্পাদক উজ্জ্বল দাস।
প্রতিবাদী কর্মীরা জানিয়েছেন বহু মানুষ এখনো ১০০দিনের কাজের টাকা পায় নি।
কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা পাওনা রয়েছে।
সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন চলতি মাসের ৫ও ৬ তারিখে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আন্দোলনে পথে নামবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তাই তারা আজ এই প্রতিবাদ মিছিল করেন।