রাজ্য সরকারকে জবাব দিতে “দুয়ারে সরকার” এর পাল্টা কংগ্রেসের “বাজারে বাজারে” কর্মসূচীতে মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩ডিসেম্বরঃ
সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন আর তার আগে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধমূখী মূল্যের কারনে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের, অথচ সেদিকে নজর নেই রাজ্য সরকারের। তাঁরা মানুষকে বোকা বানাতে “দুয়ারে সরকার” কর্মসূচী নিয়েছে। আর রাজ্য সরকারের এই “দুয়ারে সরকার” কর্মসূচীর পাল্টা জবাব দিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরে “বাজারে বাজারে” কর্মসূচী নিয়ে একটি মিছিল বের হল রবিবার।
এদিন দুর্গাপুরের বিধাননগর মার্কেটের সামনে একটি মিছিল করা হল কংগ্রেসের পক্ষ থেকে। ইস্যু ছিল সেই একই দুয়ারে সরকারের পাল্টা বাজারে বাজারে কর্মসূচী।
জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, রাজ্য সরকার “দুয়ারে সরকার” এর মাধ্যমে সাধারন মানুষকে “খাদ্য সাথী”, “স্বাস্থ্যসাথী” প্রকল্পের কথা বলছেন। কিন্তু বাজারে যে হারে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে তাতে তো মানুষ না খেতে পেয়ে মারা যাবে। তখন এই সমস্ত প্রকল্প কোন কাজে লাগবে? কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে জিনিসপত্রের দামে লাগাম টানার দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে।