আবাসনে চলছে মধুচক্র, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ মহিলাদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ডিসেম্বরঃ
বাড়ীর মালিককে বার বার বলা সত্বেও কাজ না হওয়ায় এবার পথ অবরোধ করে প্রতিবাদের পথে নামলেন দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত ফুলঝোড় সংলগ্ন শরৎপল্লী এলাকার একটি বহুতল আবাসনেরর মহিলাদের একাংশ। অভিযোগ আবাসনের একটি বাড়ির মালিক বীরেশ্বর পাত্র তাঁর বাড়ি এক মহিলাকে ভাড়া দেন, কিন্তু ওই মহিলা বাড়িতে রীতিমতো মধুচক্রের আসর বসিয়েছে। রাত বাড়লেই ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়। বাড়িওয়ালাকে বিষয়টি জানাবার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি। ওই ভাড়াটিয়াকে তুলে দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছিল কারন ওই মহিলার কারনে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ। কিন্তু বীরেশ্বরবাবু এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি বলে তাঁরা বাধ্য হয়ে গতকাল সোমবার রাতে ফুলঝোড় এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই অবরোধ। তাঁরা রাস্তায় বাঁশ ফেলে বেঞ্চ পেতে এই অবরোধ চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউটাউনশিপ থানার পুলিশ। প্রতিবাদরত মহিলাদের হাত থেকে বীরেশ্বরবাবুকে উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই মহিলারা সাফ জানিয়ে দেন যতক্ষন না ওই ভাড়াটিয়া মহিলাকে আবাসন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।