ইভটিজিংয়ের প্রতিবাদ, ছুরির ঘায়ে জখম ৫, আতংক আসানসোলে
আমার কথা, আসানসোল, ২৪ মার্চঃ
আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ৮৩ নং ওয়ার্ডের আজাদ নগরের ১০নং রোডে ছুরির আঘাতে জখম হলেন একই পরিবারের পাঁচজন সদস্য। এই ঘটনার নেপথ্যে রয়েছে ইভটিজিং। গ্রেফতার হয়েছে দুজন, পালিয়ে গেছে অভিযুক্ত এক। তার খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে স্থানীয় এক যুবকের বোনকে কটুক্তি করেছিল মহম্মদ আফতাবের ছেলেরা বলে অভিযোগ। এরপর থেকে মাঝে মাঝেই দুই পক্ষের মধ্যে অশান্তি লেগেই থাকতো। মহম্মদ আফতাব জানান, ইফতারের জন্য বাড়িতেই ছিলেন পরিবারের সকলে। সেই সময় ফের ওই যুবক ও তার কয়েকজন বন্ধু মহম্মদ আফতাফের বাড়ির কাছে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। তার থেকে বচসা আর তারপরেই ছুরি নিয়ে মহম্মদের পরিবারের সদস্যদের উপর ঝাঁপিয়ে পড়ে ও এলোপাথারি ছুরি চালায় অভিযুক্তরা। ছুরির ঘায়ে জখম হন মহম্মদ আফতাবের তিন ছেলে ও দুই মেয়ে। খবর যায় থানায়। হীরাপুর থানার পুলিশ মহম্মদ আফতাবের বাড়িতে পৌঁছোলে আক্রমনকারীদের মধ্যে একজন পালিয়ে যায় আর বাকি দুজন পুলিশের হাতে ধরা পরে।