পান্ডবেশ্বরে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল
আমার কথা, পান্ডবেশ্বর, ২৯ মে:
১৬-ই মে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিডিপিও অফিসে স্মারকলিপি কর্মসূচিতে নেতৃত্ব ও সদস্যদের উপর হামলার প্রতিবাদে বুধবার পাণ্ডবেশ্বরে প্রতিবাদ মিছিল করলো সংগ্রামী যৌথ মঞ্চ। পাণ্ডবেশ্বর রেল স্টেশন চত্বর থেকে এদিন মিছিলটি শুরু হয়, শেষ হয় ফুলবাগান মোড় দুর্গামন্দির এলাকায়। সেখানে হয় ধিক্কার সভা। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহৃয়ক ভাস্কর ঘোষ, অনিরুদ্ধ ভট্টাচার্য, শিবম তেওয়ারি সহ অন্যরা। আইসিডিএস কর্মীরা ছাড়াও এদিনের মিছিলে যোগ দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ সংগঠনের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০০ সদস্য।
সংগঠনের নেতা ভাস্কর ঘোষ জানান আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত ১৬-ই মে পাণ্ডবেশ্বর ব্লক সিডিপিও অফিসে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। সেদিন সেই কর্মসূচিতে উপস্থিত সদস্য ও নেতৃত্বের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। হামলায় আহত হন একাধিক জন। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। আমরা প্রতিবাদ মিছিল করতে চাইলে পুলিশ তার অনুমতিও দেয়নি। মিছিলের অনুমতির জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ছিলাম। হাইকোর্টের অনুমতিতেই এদিন মিছিল করা হয় বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন পাণ্ডবেশ্বর এলাকায় শাসকদল ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে, তারই প্রতিবাদে এদিনের মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন এলাকায় মোতায়েন ছিল বিশাল সংখ্যক পুলিশ।