তৃণমূলের প্রতিবাদ মিছিল, অমিত শাহের কুশপুতুল দাহ
আমার কথা, ২১ ডিসেম্বর:
সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর ইস্যুতে পথে নেমে বিক্ষোভ দেখালো তৃণমূল। পোড়ানো হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল। কয়েকদিন আগে সংসদে অধিবেশন চলাকালীন সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যা নিয়ে প্রতিবাদে সরব হয় বিরোধী দলগুলি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সম্পর্কে মমতা ব্যানার্জি বলেন আমি স্তম্ভিত । এই মন্তব্য দলিত বিরোধী । বিষয়টি নিয়ে এবার সরব হল তৃণমূল দলও । এই ইস্যুতে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিভিন্ন জায়গার মতো অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার প্রতিবাদ মিছিল করা হয় । এদিন দুপুরে কাজোরা স্টেট ব্যাংক সংলগ্ন মাঠ থেকে মিছিলটি শুরু হয় ।প্রতিবাদ সভাটি হয় কাজোরা হাই স্কুল গেটের সামনে । সভা শেষে দাহ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা । এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কালোবরন মন্ডল, ব্লক শহর সভাপতি মলয় চক্রবর্তী, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার সহ অন্যরা ।