আচমকাই বাড়িয়ে দেওয়া হয়েছে ফি, প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ পড়ুয়াদের
আমার কথা, দুর্গাপুর, ১৮ ডিসেম্বর:
২০২৩ থেকে ২০২৭.এই শিক্ষাবর্ষে ইঞ্জিয়ারিং কলেজের পড়ুয়াদের ফি আচমকা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। অবিলম্বে বর্ধিত এই ফি প্রত্যাহার করতে হবে, এই দাবিতে সোমবার দুর্গাপুরের ফুলঝোরের কাছে বেসরকারি এক ইঞ্জিনিয়ারিং কলেজের গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখালো ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। অভিযোগ, যখন তারা ভর্তি হয়েছিলেন তখন যে ফি ছিল তা একলাফে অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বারবার বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানিয়ে মেইল করা হয়েছে কিন্তু কাজ না হওয়াতে সোমবার কলেজের গেটের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এইদিকে এই বিক্ষোভের জেরে কলেজের ফ্যাকালটিরা বেরোতে বাধা পান। দাবি ছিল যতক্ষণ না এই বর্ধিত ফি প্রত্যাহার করা হচ্ছে ততক্ষন এই বিক্ষোভ আন্দোলন জারি থাকবে। কম্পিউটার সায়ন্স, ইলেকট্রিকাল, সহ গত শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এই পড়ুয়াদের বিক্ষোভের জেরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের গাইড লাইন মেনে কাজ হচ্ছে বলে প্রতিক্রিয়া কলেজ কর্তৃপক্ষর।