শীতলকুচি কান্ডের প্রতিবাদ জানিয়ে বেনাচিতিতে বিক্ষোভ এসইউসিআই প্রার্থীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২এপ্রিলঃ
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটারদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে বেনাচিতি বাজারে প্রতিবাদ জানাল এস ইউ সি আই ( সি ) এর কর্মীরা।
পোস্টার হাতে রাস্তায় নেমে এদিন শীতলকুচির ঘটনার প্রতিবাদ জানান সকলে।
বেনাচিতি লোকাল কমিটিরস ম্পাদক তথা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন, অবিলম্বে নিহতদের পরিবারের একজনকে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ, সাথে গুলি চালানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে অবিলম্বে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। ভবিষ্যতে এরকম ঘটনা এড়াতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেন সোমনাথ বাবু। পাশাপাশি শীতলকুচির ঘটনাকে কেন্দ্র করে যারা প্ররোচনামূলক বিবৃতি দিচ্ছেন তাঁর বা তাঁদের বিরুদ্ধে অবিলম্বে নির্বাচন কমিশন যাতে সুয়োমোটো অভিযোগ দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেয়, তারও দাবি তোলেন সোমনাথ বাবু।
পাশাপাশি নেতা-মন্ত্রীদের নিরাপত্তার পরিবর্তে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন তিনি।