৬ দফা দাবিতে ব্লক কার্যালয়ে আদিবাসী সংগঠনের বিক্ষোভ
আমার কথা, লাউদোহা, ৬ নভেম্বরঃ
বুধবার বিভিন্ন দাবিতে দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ে বিক্ষোভ দেখালো “দিসম আদিবাসী গাঁওতা” সংগঠন। বিডিওর হাতে দেওয়া হয় ৬ দফা দাবি সম্মলিত স্মারক লিপি। দাবিগুলি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বিডিও।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের কমবেশি প্রতিটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার বাসিন্দা। রয়েছে তাদের দিসম আদিবাসী গাঁওতা নামে সংগঠনও। বুধবার এই সংগঠনের ডাকে দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি করা হয়। কয়েকশ আদিবাসী পুরুষ মহিলা এদিন বিক্ষোভের উপস্থিত ছিলেন। ব্লক কার্যালয়ের গেটের বাইরে বেলা ১২ টা থেকে দুটো পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ শেষে ৬ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। দাবি গুলির মধ্যে রয়েছে আদিবাসীদের স্থায়ী বসবাসের জন্য জমির পাট্টা প্রদান , জাহের থান ও মাঝি থানের জন্য পাট্টা জমির ব্যবস্থা, ২০০৬ সালের বনাধিকার আইন লাগু ও গ্রাম সভা গঠন করা, ইচ্ছাপুর পঞ্চায়েতের হেতেডোবা, বাঁশগড়া মৌজায় বেআইনি পাথর খাদানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইন মেনে পাথর খাদান চালু করা, আদিবাসীদের যেসব জমির নথি জাল করে অন্য সম্প্রদায়ের মানুষ নিজেদের নামে নথিভূক্ত করেছে সেগুলি বাতিল করে আদিবাসীদের নামে মিউটেশন করা ও জামুয়া পঞ্চায়েতের কমলপুরে বসিরবাঁধ এলাকায় আদিবাসীদের দখল জমি পুনরুদ্ধার করা । দিসম আদিবাসী গাঁওতা সংগঠনের নেতা শিবনাথ টুডু বলেন দাবিগুলি দ্রুত কার্যকর করতে হবে । তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি । দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও বলেন দাবি গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।