পুরভোটে শাসকদলের সন্ত্রাসের অভিযোগ তুলে দুর্গাপুরের কংগ্রেসের ধিক্কার মিছিল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ ফেব্রুয়ারীঃ
গোটা রাজ্যে রবিবার নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ ও শাসক দল তৃণমূল কংগ্রেস এর বুথ দখলের প্রতিবাদে আজ জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে একটি মৌন ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, বর্ষীয়াণ কংগ্রেস নেতা সুদেব রায়।
এদিন এই মিছিলটি দুর্গাপুরের গান্ধী মোড় সার্কাস ময়দান বের হয়। এদিন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কয়েকশো কংগ্রেস কর্মী মিছিল করে দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত হন। এই ধীক্কার প্রতিবাদ মিছিল থেকে শাসক ও বিরোধী জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয। এই মৌন ধীক্কার মিছিলকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।