বর্ধমানে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ আশাকর্মীদের
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ১৮ জানুয়ারীঃ
স্বাস্থ্য কর্মীদের স্থায়ী করন,অবসরের সময় সীমা ৬৫ বছর, ন্যূনতম ২১ হাজার টাকা বেতন সহ কয়েক দফা দাবী নিয়ে আজ বর্ধমান কার্জন গেটের কাছে বিক্ষোভ সমাবেশে সামিল হলো পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। এদিন তারা বর্ধমান টাউন হল থেকে কাছারি রোড হয়ে কার্জন গেটের কাছে বিক্ষোভ দেখান। এদিন পূর্ব বর্ধমান জেলা ছটি পৌরসভার পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থাকেন।
আরবান আশা কর্মী পাপিয়া দত্ত চক্রবর্তী বলেন মূল বেতন বৃদ্ধি এবং ফিক্সড বেতন চালু , ইনসেনটিভ, দিতে হবে। রাজ্য সরকার আশাকর্মী ও এস এস কে কর্মীদের অবসরের সময় সীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করে দিয়েছে। কিন্তু আরবান আশা কর্মীরা সমস্ত কাজ করা সত্ত্বেও তাদের অবসরের সময় সীমা বাড়ায়নি বলে জানান তিনি।পাপিয়া দেবী বলেন করোনা কালে আমরা সকলে করোনার কাজ করে ছিলাম। করোনা ভাতা এক হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দু মাসের করোনা ভাতা পাওয়ায় যায়নি। পোলিও খাওয়ানো থেকে কুষ্ট রোগীদের কাজ করা হয় অথচ সেই বেতনও ঠিক ঠাক দেওয়া হচ্ছেনা বলে জানান তিনি। করোনা কালে এই অল্প সংখ্যক কর্মী নিয়ে আন্দোলন করা হয়েছে। এই আন্দোলনের কোন সুফল না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন পাপিয়া দত্ত চক্রবর্তী।